আমাদের সম্পর্কে

কেন আমরা সেরা ?

অভিজ্ঞতা সম্পন্ন ইন্সট্রাক্টর দ্বারা আমাদের একাডেমি পরিচালিত। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে দক্ষ কারিগর তৈরী করা এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য।

দক্ষ ইন্সট্রাকটর

আমাদের রয়েছে ইন্ডাস্ট্রি এক্সপার্ট। আর দক্ষ মেন্টর পারে সেরা প্রশিক্ষণ প্রদান করতে। যারা কিনা কোর্স করানো প্রতিটি ধাপে রুল্স মেনে প্রশিক্ষণ দিয়ে থকেন।

অ্যাসাইনমেন্ট

প্রতিটি ক্লাসের পর ইন্সট্রাক্টরের নিদের্শ অনুযায়ী এসাইনমেন্ট জমা দিতে হবে। যাতে আপনি রিয়েল প্রজেক্ট নিয়ে ফিউচারে কোনো প্রকার সমস্যার সম্মুক্ষিন না হন।

লাইফ টাইম সাপোর্ট

দক্ষ ইন্সট্রাক্টর দ্বারা পিক্সেন্সি একাডেমির স্টুডেন্টদের জন্য রয়েছে লাইফ এবং ২৪/৭ টাইম সাপোর্ট।
এই বিষয় আমরা সকল শিক্ষার্থীর নিকট অঙ্গীকারবদ্ধ।

কোর্স সময়সীমা

আমাদের কোর্স ৩-৬ মাস মেয়াদি হলেও, সব স্টুডেন্টদের জন্য রয়েছে আজীবন ফ্রি সার্পোট তাও আবার দক্ষ মেন্টর দ্বারা

ইনকামের নিশ্চয়তা

আমরা কখনো ইনকামের নিশ্চয়তা দেয়না, লেগে থাকলে আর মন দিয়ে শিখলে আপনি ১০০% সফল হবে আল্লাহর রহমতে। তবে নিজের গাফিলতির কারণে নিজেই পিছিয়ে পড়তে পারেন। আমরা আপনাকে এমন ভাবে গাইড করবো যেটাতে আপনি সফল হতে বাধ্য তবে আমাদের গাইডে না চললে তা কখনোই সম্ভব নাহ!

আমাদের থেকে কাজের সুযোগ

আপনি যদি শেষ অবদি স্কিল’ড হোন এবং ডেডিকেশন এর সাথে শিখে নিতে পারেন আর আমাদের মনের মতো হয়ে উঠতে পারেন তখন আপনার জন্য সুযোগ হলো আমাদের টিমে কাজ করা।

Scroll to Top